দয়াল দাসনতুন কবি

হরতাল চাই না

হরতাল চাই না – দয়াল দাস

প্রত্যেকদিন হরতাল দেয়
কোন শালা?
অবরোধের কয়দিন হলো?
গোন, শালা।
হরতাল ডেকে যেই শালারা
পানশালায়,

ঐগুলা ধর, চৌরাস্তায়
বান্ শালায়।
প্রত্যেকদিন হরতালে
কী করব আয়?
সেই কথা কে ভাববে? ওগোর
কী আয়-যায়?
গণহারে গণ মারে
যে যন্ত্র,
তাই কি জনগণ মারা
গনতন্ত্র?
প্রত্যেকদিন হরতাল!
কে ভাত দেবে?
আইন করে হরতাল
কে বাদ দেবে?
বুইঝ্যা গেছি, সরকারও তা
রাখতে চায়।
সব লাউ কদু, হরতাল পরে
ডাকতে চায়।
হরতাল যে ডাকছে এবং
রাখছে আজ
দুই শালারাই ভন্ড, করছে
মন্দ কাজ।
আর কতদিন? প্রস্তুত হও
সবগুলো।
প্রজার সাথে হাত মেলাবে
শবগুলো।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *