সেলিব্রিটি
খুব বেশি জনপ্রিয়তা পাওয়া মানুষগুলো
আসলে ভিতরে ভিতরে বড্ড একা।
এদের ভালোবাসার কমতিটা বরাবরই আপন আলয়,
এরা হাজার হাজার ভক্তের ভালোবাসায় সিক্ত হয় ঠিকই
তবে, দিন শেষে দীর্ঘ নিদ্রাহীন রাত গুলো এদের একাকী পার করতে হয়।
সব সময় ঠোঁটে মেকি হাসি দিয়ে
জানান দিতে হয়, এই তো বেশ আছি।
খুব বেশি জনপ্রিয়তা পাওয়া মানুষ গুলো
যখন তখন কাঁদতে পারে না!
দিনকে দিন বুকে কষ্টের পাহাড় জমে,
বেদনা বাড়ে, সুখ যায় থেমে।
তবুও মানুষকে হাসানো কাঁদানোর দায়িত্ব টা তাদেরই থাকে।
পর্দার সামনে অভিনয়টা ঠিকঠাক করলেও!
নিজের বেলায় আর অভিনয়টা আসে না,
তখন চোখ ঝাপসা হয়ে আসে
কালো মেঘ ছেয়ে যায় দূরের আকাশে।
অন্যের জীবনে আলো ছড়াতে গিয়ে;
দিন শেষে নিজেকে নিমজ্জিত হতে হয় অন্ধকারকে সাথে নিয়ে।
খুব বেশি জনপ্রিয়তা পাওয়া মানুষগুলো,
গল্পে কিংবা অভিনয়ে ভাল থাকার মন্ত্রটা ঠিকই জানিয়ে দেয়,
কিন্তু, নিজেদের জীবনে সেসব প্রয়োগ করতে নাহি পায়।
বাহিরে এত এত শুভাকাঙ্ক্ষী!
অথচ এসব মানুষ একা বহমান নিঃস্বঙ্গ এক ময়ূরাক্ষী।
কত শত ভক্ত এদের ছুঁতে চায় জড়িয়ে ধরতে চায়!
অথচ এসব মানুষের দিন কাটে প্রিয়জনের অপেক্ষায়।
ভীড়, ভাট্টা, কোলাহল, হাজার হাজার মানুষ সব কিছু ফেলে রেখে
একাকী ফিরতে হয় নিজের ঘরে।
অন্যদের হাসানোর দায়িত্ব নেয়া মানুষ গুলো
একাকী গোঙরে মরে নিজেই নিজের ভিতরে।
খুব বেশি জনপ্রিয়তা পাওয়া মানুষ গুলি
এ পৃথিবীতে সত্যিই খুব একা
কিন্তু তাতে কি?
এরাই তো সাধারণ মানুষের জীবনে জ্বলে ওঠা এক জাগ্রত শিখা।