নতুন কবিসুলতানা পারভীন সুমি

সেই মানুষটা নিখোঁজ

সুলতানা পারভীন সুমি

যেই মানুষটা আমায় ভালোবাসতো!
তার সাথে কখনো প্রেম হই নি আমার,
কখনো মুখ ফুটেও বলেনি ভালোবাসি শব্দটি।
আমি দেখতাম আমার আশপাশে একটা ছায়া থাকতো;
যে আমায় সারাক্ষণ আগলিয়ে আগলিয়ে রাখতো।
সব ভালোবাসায় বোধ হয় উদ্দেশ্য থাকে না,
চাওয়া পাওয়ার হিসেবটাও নয়,
স্কুল কিংবা কলেজ ফেরার পথে ইভটিজিং এর স্বীকার হই নি কোন দিন।
সন্ধ্যার প্রোগ্রাম শেষে বাড়ি ফিরতে ভয় করতো না আমার,
মনে হতো কেউ একটা তো আছেই!
যার সারাদিন কাটে আমার সাথেই।
অথচ, তার সাথে প্রেম হয় নি কোনদিন!
রোজকার এই অভ্যাস যেন আমাকে তার এক দিনের অনুপস্থিতিতে বেদনা বাড়াতো,
সেই দিনটাই যেন বৃথা হয়ে যেতো।
প্রতিদিন আমাদের চোখে চোখে দু’চারটে কথা হতো,
সব ভালোবাসায় বোধ হয় আনুষ্ঠানিকতা থাকে না।
শরতের আকাশে তখন শুভ্র মেঘেরা নীল রঙ ছুঁয়ে যাচ্ছে,
নির্যার বাবার ব্যস্ততা কমেনি এখনও।
বিবাহিত জীবনে কখনো তাকে একান্তে পাওয়া হয় নি,
সংসারের শুরু থেকেই রোজ বাজারে যেতে হয়,
বিদ্যুৎ বিল,পানির বিল, নির্যার নাচের স্কুল, গানের স্কুল এসব সামলানোর দায়িত্ব শুধু মাত্র আমার ।
দশ বছর আগে হারিয়ে যাওয়া সেই মানুষটাকে খুঁজে যাচ্ছি।
যার সাথে কখনও প্রেম হয় নি আমার!
এই অচেনা শহরের পথ গুলো আমায় একা চলতে হয়;
মাথা নিচু করে একটা ছায়ার সন্ধান করি রোজ,
চিৎকার করে বলতে পারি না আমার সেই মানুষটা যে নিখোঁজ!
কোথায় সে? কেন ঠিকানা দেয় নি?
কেন করেনি খোঁজ?
এই নিরাপত্তাহীন জীবনে মানুষটাকে প্রয়োজন বোধ করি,
স্কুল কলেজের মোড়ে ঠিকানাহীন মানুষটাকে খুঁজেছি কত দিন!
একটা ভালোবাসা ভিতরে ভিতরেই মরে গেলো।
একটাবার তো সে বলে যেতো পারতো!
যদিও তার সাথে কখনো প্রেম হয় নি আমার।
তারপরও ভুলিনি তার আগলে রাখা সেসব দিন,
প্রার্থনায় শুধু এটাই চাই, আমাদের আবার দেখা হোক কোন একদিন!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *