বাংলা উক্তি সমগ্রবিখ্যাত মনিষীদের উক্তিসিগমণ্ড ফ্রয়েড

সিগমণ্ড ফ্রয়েড এর উক্তি

 

যৌন ইচ্ছা কোন

“যৌন ইচ্ছা কোন পাপের পরিণতি নয়, এ হলাে জীবনের স্বাভাবিক সুন্দর বহিঃপ্রকাশ।”

 

আমার মতে যে কোন শিশুই

“আমার মতে যে কোন শিশুই স্বার্থপর, অপরাধপ্রবণ এবং আত্মসুখী।

শিশুর যদি পর্যাপ্ত শক্তি সাধ্য থাকতো তাহলে সে গোটা পৃথিবীটাকে বুঝি ধ্বংস করে ফেলতো।”

 

রমণীত্ব হলো সেই গুণ

“রমণীত্ব হলো সেই গুণ, যা নারীকে বহু পুরুষের চোখে ভোগ্য করে তোলে।

 

সেক্স ব্যতীত প্রেম

“সেক্স ব্যতীত প্রেম অলীক কল্পনা মাত্র।”

 

যে মেয়ে একবার

“যে মেয়ে একবার তুলে দেয় শরীরের সমস্ত উপহার, সে কিছুতেই ভুলতে পারে না সেই প্রেমিক অথবা সুপুরুষের মুখ।”

 

একটি সুন্দরী নারী দর্শনে

“একটি সুন্দরী নারী দর্শনে পুরুষের মনে এবং একটি বলিষ্ঠ স্বাস্থ্যের সুপুরুষ দর্শনে

নারীর মনে আসক্তি ও কামভাব জাগ্রত হবে এটাই তো স্বাভাবিক।
এই স্বাভাবিকত্বের মধ্যে যারা অন্যায় ও পাপ অনুসন্ধানে তৎপর হয়, তারা অসুস্থমস্তিষ্ক।”

 

কিছু কিছু যৌন নির্ভরশীলতা

“কিছু কিছু যৌন নির্ভরশীলতা হলো আবশ্যকীয়, যা প্রেমের বাঁধনকে সুসংহত ও সুসংবদ্ধ করে।”

 

সব পূর্ণতারই

“সব পূর্ণতারই থাকে নিজস্ব অহমিকা।”

 

একথা স্বীকার করতেই হবে

“একথা স্বীকার করতেই হবে যে, মানবসত্তা পুরুষ ও নারীর যুগলবন্দি শুনতে চায়,

তার এক হাতে পৌরুষের উদ্দাম মন্দিরা অপর হাতে।
নারীত্বের মরমী সেতার। এই দুই নিয়েই বেজে ওঠে জীবনের কনসার্ট।”

 

প্রকৃতির নিয়মে বালিকারা যেমন

“প্রকৃতির নিয়মে বালিকারা যেমন এক লহমায় যুবতী হয়ে যায়,
সমবয়সী পুরুষের চেয়ে শরীরে মনে অনেক বেশি পরিণত,
সেই ইঙ্গিতে তারাই আগে পা রাখে বার্ধক্যের উষর প্রান্তরে।”

 

পুরুষ ও নারীর মধ্যে

“পুরুষ ও নারীর মধ্যে তেমন কোন যৌন প্রতিদ্বন্দ্বিতা নেই।

শরীরে সম্পূর্ণ সুখানুভূতির জন্য তারা হলো একে অন্যের পরিপূরক।”

 

গণিকাবৃত্তি

“গণিকাবৃত্তি পৃথিবীর আদিমতম ব্যবসা।”

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *