নতুন কবিমারুফ আহম্মেদ

সম্পর্কের সাতকাহন

সম্পর্কের সাতকাহন – মারুফ আহম্মেদ

অথচ, নিমিষেই বদলে গেল সব,
এক মুহুর্তের ব্যাবধানে কত কি!!
কত সহজেই ভেঙ্গে ফেলা যায়,
ভালোবাসার সম্পর্ক! ঠুনকো অজুহাতে
এতোই সহজ? ঠিক কি এতটাই সহজ?
এমন মেঘলা আবহাওয়া,
অথচ, আমাদের এক সঙ্গে বের হওয়া বারন,
দাড়িয়ে একসঙ্গে দুটো কথা বলা বারন!!
আমাদের এক সঙ্গে বৃষ্টি দেখা হলোনা,
হাতে হাত রেখে বৃষ্টি ভেজা ঘাসের উপর –
আমাদের খালি পায়ে হাটা হলোনা।
এখনও দাড়িয়ে তোমার প্রতিক্ষায়,
আবাক হয়ে নিকোশ কালো মেঘ দেখছি,
যা ঘন ঘন পরিবর্তনশীল,
আমাদের সম্পর্কের মতো,
হয়তো আমাদের মতো!

আবৃত্তিঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *