সভ্যতার মুখোশ পরা অসভ্য দানব
সভ্যতার মুখোশ পরা অসভ্য দানব – লোকমান তাজ
হায়েনা ছুটছে দেখ হায়েনা
শিশুর রক্ত, লাশের গন্ধ
বাতাস বইতে ধরেছে বায়না।
ঐ দেখ মায়ের আহাজারি
গর্ভেই যে শিশুর দেহে বিঁধলো গুলি।
সভ্য পিচাশ, করিছে উল্লাস
আরেক সভ্যরা মুখে দিয়েছে কুলুপ।
হিংস্রতা দেখ, দেখ অসভ্যতা
নারীকে মেরে উল্লাস করিছে যে বির।
দেখ কাপুরুষ সংঘ, হাতে পড়েছে চুড়ি
গরিবের বেলায় ঠিকি করে বাহাদুরি।
দেখ আরব দাদাদের-
মাথা নারিছে ইসরাইলি নারী
লাশের গন্ধেতেও আজো আছে ঘুমপাড়ি।