নতুন কবি

শীতের মেঘলা

শীতের মেঘলা
✍️ অভিজিৎ কর্মকার
—————–
☁️☁️☁️☁️☁️☁️☁️
অকারণ ছায়া ভরা কেনো আসে মেঘলা
চুরি যায় হরষের করে দিয়ে একলা।
কেনো নাহি আলো জ্বেলে মন রাখো উতলা
শূন্যতা কেনো বুকে মেঘে ঢাকো শীতলা।
কাজে নাহি মন আসে সব লাগে পানসে
কেনো করো হে প্রভু রোদ নিয়ে হিংসে।
শীতকালে ছোটোদিন তাই বুঝি হ্যাংলায়
মিঠা মিঠা রোদদুর থাক শুধু বাংলায়।
ঝরা পাতা ধুলো বালি হামেশাই উড়বে
মেঘ এলে নীলাকাশে হাসি মুখ পুড়বে।
মাছ করে স্নান খাওয়া রোদ গলা দুকুরে
মাছরাঙা চেয়ে থাকে জল ভরা পুকুরে ।
কচি কাঁচা পাড়ি দেয় নীলাকাশ বাঁচাতে
মেঘ হয় খান খান আঁকশির খোঁচাতে।
ফের এসে ভিড় করে চাঁদনীর চাঁদোয়ায়
তাই বুঝি বড়দের ভুরু সব কুঁচকায়।
মেঘ যদি আকাশের মুখ ভারী করবে
ভালোবাসা শিশিরে নাহি ঝরে পড়বে।
চেয়ে থাকে গাছপালা মেঘের ওই আড়ালে
চাঁদ তারা প্রাণ পাবে আলোসুধা ঝরালে।
তাই বলি ছুটি নাও নাহি করো কারসাজি
বর্ষার ভেজা কাক হতে আমি আছি রাজি।
🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *