কল্লোল সোমনতুন কবি

শহর মায়াযুগ

শহর মায়াযুগ – কল্লোল সোম

চুম্বন শেষ হয় না
তোমার,
হে মায়াযুগ … কোলকাতা
………………
আমার শ্বাসরোধ হয়ে আসে ;

তোমার
প্রণয় কি এক অশ্রান্ত লৌহকাল
সাতাশটি অগণ্য আঙ্গুল
হ্রদয়ের ধ্যানশীল মাছে মাছে
কানকুয়া, আঁশ খুঁচে, রক্তগন্ধ …
শ্যাওলা লোল ইতিহাস আর

… বুলেভার্ডে তাবৎ
অনাগত ফুলের নাম লোমশতা
রেখে ;
তেড়েফুঁড়ে কত (ও নিহত) ‘ওর‍্যাক্‌ল্‌’ শুনে —
তবু যেন শুধু এক
লোককান্ত অসিদ্ধিকে
আশ্চর্য ফলিয়ে নিলে
মিনারে ময়দানে
হে মায়াযুগ নগর ;

শেষ হোক চুম্বন …
যে রাত্রি নেই
তাই-ই রয়েছে বিঁধে
অগণনীয় অবিকল দিনের
ঊরুসংগমে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *