লাশটি ভেসেই ছিল
লাশটি ভেসেই ছিল – লোকমান তাজ
অন্তু মিয়ার একসময় সব ছিল,
ক্ষমতা, আধিপত্য আর বীরের সাহস,
আজ দুটি হাত দুই দিকে ছড়ানো,
হয়তো কাউকে ডাকছে।
তিন দিন হয়, এক জায়গাতেই ভাসছে
কিছু কচুরিপানা আর ধঞ্চে গাছ
আটকে রেখেছে তাকে, নয়তো সে থাকতো না,
এভাবে থাকার মানুষ সে নয়, পদ্মার স্রোত
ঠিকই তাকে নিয়ে যেত পাপের রাজত্ব থেকে।
কোন মানুষ যে আসছে না তা নয়,
অনেকেই নাকে কাপড় চেপে দেখে গেছে
বহন করার সাহস দেখায়নি কেউ,
যে বহন করবে তাকেই বরণ করতে হবে
মৃত্যুর সাধ,
অন্তু, হা অন্তু চেয়েছিল,
চেয়েছিল স্বাধীন হয়ে বাঁচতে, বাঁচাতে দেশটাকে।
হয়তো তাকে আরো ভেসে থাকতে হবে
যতদিন না নদীতে বান ডাকে…