নতুন কবিবুশরা হাবিবা

রূঢ় বাস্তবতা

রূঢ় বাস্তবতা – বুশরা হাবিবা

অন্য কারো ভালো থাকার জন্য নিজেকে খারাপ রাখছেন?
– নিজের সাথে বেঈমানি করছেন।
অন্য কারো সুবিধার জন্য নিজের ঘাড়ে সব অসুবিধাগুলো তুলে নিচ্ছেন?
– নিজেকেই ঠকাচ্ছেন।
কারো জন্য যা আছে সব নিঃস্বার্থভাবে বিলিয়ে দিচ্ছেন?
– নিজেই নিজের পায়ে কুড়াল মারছেন।
জ্বি, আপনাকেই বলছি-
নিজেরটা ভাবা বাদ দিয়ে অন্যের জন্য জান-প্রাণ সব বিলিয়ে দিচ্ছেন?
– নিজেই নিজের সবচেয়ে বড় ক্ষতি করে চলছেন।
স্বার্থপর দুনিয়ায় যেখানে নিজের স্বার্থ ছাড়া কেউ এক কদম সামনে পা পর্যন্ত ফেলে না,
সেখানে আপনাদের মতো ভালো মানুষ, মহামানবদের কোনও জায়গা নেই।
পৃথিবী আপনাদের প্রতি পদে অপদস্ত করার অপেক্ষায়,
যাদের জন্য সারাজীবন উৎসর্গ করে যাবেন,
দিনশেষে তারাই পেছন থেকে পিঠে ছুরি বসাবে নির্দ্বিধায়।
এটাই রূঢ় বাস্তবতা!
আপনি ভালোবাসার বিনিময়ে যে শুধুই ভালোবাসা পাবেন-
এটা ভাবাই হচ্ছে এই শতাব্দীর সবচেয়ে বড় নির্বুদ্ধিতা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *