নতুন কবি

রাত ফুরোনোর কথা

রাত ফুরোনোর কথা – দূরের দূরবীন

কি হত পেলে এক গতিরোধক ,
হয়ত ছায়াপথ,
হয়ত সৌরজগত,
না হোক
পৃথিবীর কক্ষপথেই বসিয়ে দিতাম !
তাহলে আরও কিছু সময়,
হয়ত এক যুগ ,
হয়ত এক বছর,
না হোক একদিন বাড়িয়ে নিতাম !
একদিন প্রতিদিনে ফিরিয়ে এনে ,…
হয়ত স্বপ্ন ,
হয়ত আগামী ,
না হোক বর্তমান টাই জমিয়ে দিতাম !
রাত ফুরোনোর কথা বলার জন্য,
হয়ত খুদে বার্তা,
নয়ত খাতা,
না হোক ঘরের দেয়ালকেই ডেকে নিতাম !
ডাক দিয়েই আকাশকুসুম কল্পনার ঘুম পানির দরে বেচে দিতাম ।
তাহলে হয়ত মাঝরাত
হয়ত ভোররাত না হোক সাত সকালেই আবার চিঠি পেতাম ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *