নতুন কবিসৌরভ আহমেদ

রক্তচক্ষু কোকিল

রক্তচক্ষু কোকিল – সৌরভ আহমেদ

তোমাকেই ডেকে ডেকে রক্তচক্ষু কোকিল হয়েছি
সয়েছি তীব্র দাহন লেলিহান আগুন আলিঙ্গনে
এক নদী ব্যথা নিয়ে নৈঃশব্দের সাথে বেঁধেছি ঘর
তবু তোমার অবহেলা আঙুল তুলে বলে আমি পর।
যাবতীয় সুন্দরের পাশে আমি তোমাকে রেখেছি
হয়েছি বাউল তোমার ঐশ্বরিক মুখমণ্ডল দেখব বলে
তিন কোটিবার জন্মানোর জন্য নিয়েছি শপথ
তবু আমার সমস্ত কিছুতে তোমার নিরাসক্তি, অমত।
তোমার সব কিছু রপ্ত করব বলে বাতাসে পেতেছি কান
হয়েছি ক্লান্ত সহজাত দোষগুলোর সাথে যুদ্ধ করে
কিন্তু তুমি বারবার ক্রীতদাস বলে গিয়েছ এড়িয়ে
কার্বনডাই অক্সাইডের মত আমায় তুমি দিয়েছ ফিরিয়ে।
আমাকে এখন কেউ দেখতে পারে না
কুকুর বেড়াল পাখি পর্যন্ত এড়িয়ে চলে
পরিচিত সবাই আমায় অসামাজিক বলে দেয় খোটা
আমার কষ্টগুলো হয়ে যায় অশ্রুর ফোটা।
আমার আহবানের আকুতি দেখে প্রকৃতি আমাকে পীর মেনেছে
উপঢৌকন দিয়ে গেছে অন্ধ থুরথুরে পেঁচা
দশটি বছর আমি তোমায় তিনকোটিবার ডেকেছি
তোমাকেই ডেকে ডেকে রক্তচক্ষু কোকিল হয়েছি!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *