মুখোশ
মুখোশ – মোনালিসা
পাপোশ দেওয়ালে চিটিয়ে,
পাশে সোফা পেতে শুয়ে
পা মোছার কি দরকার ছিল?
দাঁড়িয়ে পা মোছা যেত না?
তোমার বাড়িতে নাহয় খান দশ
সোফা আছে,কিন্তু এখানে তো
কিনতে হল; আর ফেভি কুইকেও
তো এতোটা ফালতু খরচ হল।
কিসের লোভে করলে এমন?
পায়ের ধুলো মুছেছ, এবার
অবাধ বিচরন চালাতেই পারো,
সেটা বোঝাতে? না কি,
দৃষ্টিটা সরে গিয়ে শুধু যাতে
অদ্ভুত আচরনে আটকা পড়ে
কিছুক্ষন, তারই বন্দোবস্ত? না কি,
সিলেকশন বলে দৃষ্টি আকর্ষন?