নতুন কবিসুলতানা পারভীন সুমি

মঙ্গলে অমঙ্গল

মঙ্গলে অমঙ্গল – সুলতানা পারভীন সুমি
কোন এক মঙ্গলবারে;
আমি অমঙ্গল হয়ে এসেছিলাম তোমার দুয়ারে!
তুমি ফিরে যেতেও বলো নি, আবার আটকাতেও চাওনি
আমি থেকে গিয়েছিলাম আজন্ম তোমার কাছে।
ঠাঁই চেয়েছিলাম একটুখানি,
তাই বলে আমি ভঙ্গুর নই।
আমি ভেবেছিলাম অভস্ত্য হয়ে যাবে হয় তো;
দিন শেষে কিছুই বদলায় নি, না তুমি, না তোমার দিন যাপন।
আমি তবুও থেকে যাচ্ছি,
কোন কারণ জানা নেই তবে থাকছি ;
যেভাবে থেকে যায় মিছে গল্পেরা,
যেভাবে থেকে যায় অলক্ষ্য টানেরা,
আমি কোন ইন্দ্রজালে তোমায় জড়াতে চাই নি।
আমায় সামান্য দূর্বা ভেবে যে অনাদর তুমি করেছো_
এদিকে আমি শিশির ভেবে তোমায় জড়ানোর প্রয়াস করেছিলাম!
ওদিকে তুমি আকুল হয়ে থাকতে কখন রোদ আসবে?
আমি দূর্বা ঘাসই ছিলাম তাই বলে মনস্তাপ হয় নি আমার।
তুমি মঙ্গলে মঙ্গল খুঁজলে না!
কি অদ্ভুত! আমি রয়ে গেলাম তারপরও __
তোমার উঠোনে রোদ এসে গেলো
আমি দুয়ারে দাঁড়িয়ে দেখছিলাম ;
তোমার চোখে মুখে মৃদু হাসি,
ক্ষনকালের জন্যও তুমি তাকালে না!
তুমি তাকালেই আমি পূর্ণতা পেতাম;
কিছুটা সুখ নিয়ে জীবনভর সুখী মানুষের তকমা মেখে বেড়াতাম।
দূর্বা ঘাসেই ফুল ফুটাতাম,
তুমি শুধু আমার ভেতর অমঙ্গলই দেখলে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *