ভাল্লাগে
ভাল্লাগে – বুশরা হাবিবা
আপনার একটা মেসেজের অপেক্ষায় দিন পার করে দিতে আমার ভাল্লাগে,
মেসেঞ্জারের টুংটাং শব্দটা যখন আপনার আগমন বুঝিয়ে দেয় আমার তখন ভীষণ ভাল্লাগে!
একথা ওকথার মাঝে আপনাকে আমার কতটা ভালো লাগে সেটা অগোচরে বুঝিয়ে দিতে আমার ভীষণ ভাল্লাগে!
আমাকে নিয়ে বলা আপনার কথাগুলো শুনে খুশিতে পাগল হয়ে যেতে ভাল্লাগে,
আপনার প্রতিটা কথা শুনতে,
আপনাকে প্রতিদিন একটু একটু করে জানতে,
একটু একটু করে পড়তে ভাল্লাগে!
আপনাকে নিয়ে ভাবনায় একটা জন্ম কাটিয়ে দিচ্ছি এটা ভাবতেও আমার অনেক ভাল্লাগে,
ভালোলাগে বলতে যেয়েও বলতে না পারার আক্ষেপটাও আজকাল খুব বেশি ভাল্লাগে!
আপনি কী জানেন আপনাকে যে আমার এতটা বেশি ভাল্লাগে?