নতুন কবিসুলতানা পারভীন সুমি

ভালোবাসা আমায় ছোঁয়নি

ভালোবাসা আমায় ছোঁয়নি – সুলতানা পারভীন সুমি

বাইশটি বসন্ত কেটে গেছে
দু’একটা প্রেমও হয়েছে।
তবে, ঠিকঠাক ভালোবাসাটি কখনও হয়নি
হয়নি বলতে, শুদ্ধতম ভালোবাসার প্রজাপতি আমায় ছোঁয়নি
যা ছুঁয়েছিলো তা আমায় প্রতারণার আগুনে দগ্ধ করেছিলো!
প্রেমের গোলাপ বহুবার হাতে শোভা পেয়েছিলো
কিন্তু পাপড়ি ছিঁড়তে গিয়ে কাঁটা ফুটেছিল।
প্রেমিকরুপী পুরুষ আছে ঠিকই,
কিন্তু ভালোবাসা কই?
আসলে ভালোবাসা আমায় কখনও ছোঁয়নি
যা ছুঁয়েছিল তা ছিল যন্ত্রণা।
আমিতো কক্ষনো এসব চাইনি
আমি চেয়েছিলাম এক শুদ্ধতম ভালোবাসা
কিন্তু হায় কী অভাগী আমি!
সেতো আমায় বুঝতেই পারেনি
আসলে ভালোবাসা আমায় ছোঁয়নি।
প্রেমের বাজারে আজকাল প্রেমের রমরমা ব্যবসা বসে
কেউই জানে না সত্যিকার অর্থে কে কাকে ভালোবাসে?
এ ভুলে ভরা মানুষজনের নগরীতে
কেউ চিৎকার করে কাঁদে না___
ভালোবাসা নেই, ভালোবাসা নেই বলে আস্ফালনও করে না।
কারণ এখানে সবাই প্রেম হয়ে আসে
ঠুনকো ঝগড়া হলে সহজেই ব্রেক আপ শব্দটি বলে বসে;
আসলে ভালোবাসা আমায় কখনও ছোঁয়নি,
তাই আধুনিক প্রেমটাও ঠিকঠাক আমার সাথে যায় নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *