নতুন কবিবুশরা হাবিবা

ভাঙনের গল্প

ভাঙনের গল্প – বুশরা হাবিবা

ছুঁয়ে যাওয়া ঢেউ জানে-
কতো জলে কতো দুঃখ যায় ভেসে,
ভেসে যাওয়া মেঘ জানে-
কতো মেঘে কতো দুঃখ জমে জল হয়ে ঝরে শেষে!
ছেড়ে যাওয়া সে জানে-
কতো সাধনে গড়া বাঁধন কতো সহজে যায় ছুটে,
ভেঙে যাওয়া আমি জানি-
কতো যতনে গড়া নিজের ভাঙনে কতোটা বিষাদ লুকিয়ে রাখি!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *