নতুন কবিসুলতানা পারভীন সুমি

বিচ্ছেদ মানে কখনও কখনও মুক্তিও হয়

সুলতানা পারভীন সুমি

বললে তুমি কি খবর কেমন আছো? শুনি,
হেসে বললাম, বেশ আছি
যতটা পূর্ণ থেকেও শূন্যে ছিলাম একদিন!
আজ আমি একলা হাসি
একলা রোদে চোখ শুকাই
নিজের গল্প নিজেকে শোনাই।
মুক্ত কন্ঠে চিৎকার করে বলি, শুনছো পৃথিবী__
নিজেকে আমি নতুনভাবে ভালোবাসি।
বললে তুমি কি করছো আজকাল? শুনি
হেসে বললাম, আগের মতই আছি রাধূনী!
তুমি বলেছিলে আমাকে দিয়ে কি আর হবে?
সেই এখন আমার, অনেক কাজের ডাক পড়ে
অনেক কিছু থেকেও, যেন কিছুই ছিল না__
এই আমার ভিতর।
আজ আমি সত্যি কৃতজ্ঞ তোমার উপর
কারণ আমিও আজ আত্মনির্ভর।
স্বাধীন একলা পাখিটাও উড়তে পারে অনেকটা দূর,
ভয় নেই তার পরে যাবার নদী কিংবা সমুদ্দুর
একলা না হলে বুঝতামই না
সাধারণের ভিতরেও এত প্রতিভা!
বললে তুমি আজও তবে একলা?
হেসে বললাম, শেষ হয়েছে কি তবে বেলা?
চোখে যে আজ নতুন করে স্বপ্ন করে খেলা
ভোর হলেই সূর্য আমায় ডাকে
আমি অনেক টা হারিয়ে গিয়েও, আঁচল ভর্তি মুক্তি নিয়ে এসেছি।
পাহাড় সমান স্বপ্ন বুনেছি,
এখন তাদের পিছনেই করি ছোটাছুটি।
বললে তুমি, ভালোই আছো তাহলে
হেসে বললাম তবে তুমি! কি ভেবেছিলে?
অসুখ নিয়ে পথে পথে ঘুরবো
লোকজনের ভয়ে পালিয়ে রবো
বিচ্ছেদ থেকেই জেনে গেছি,
আমি মুক্তি পেয়েছি।
আমিও যে অনেক কিছুই পারি
এখন মানুষের ভিতর মানুষ খুঁজি রোজ,
আর কোন খবরের শিরোনামে না থাকুক গৃহবধূ নিখোঁজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *