ফের ভিজি একবার
ফের ভিজি একবার – কৃষ্ণা দাস
ফুলডুংরির পথ বেয়ে তুই আমি দুজন,
তোর চোখে চুমু খায় দুপুর নির্জন,
হি-হি হাসির টুংটাং বাতাসে ওড়াই,
ইউক্যালিপটাস আটকায়, চল দৌড়াই।
ওই দেখ নীলডী যাবি ওখানে ?
নুড়ি ঢালা পথ হাসে, ওরা সব জানে,
মহুয়ার গন্ধে প্রাণ আনচান,
তুই আমি দুজনেই রোদ্দুরে স্নান।
মেঠো পথ, চোর কাঁটা পায়েতে লুটায়,
আমাদের হাসিতে রূপকথা গায় ।
কি ছিল সে দিন বল আরম্ভ বা শেষ?
নদী কি কখনো জানে কোথা তার দেশ?
এই দেখ বয়ে চলি; দুর্বার সময়,
সময়ের দীর্ঘশ্বাস জমে মেঘ হয় ।
কোথা তুই ?কোথা সেই নীলডী পাহাড়!
আয় -আয় ফের যাই ভিজি একবার ।।