প্রেম এল না মনে
প্রেম এল না মনে – প্রদীপ বালা
প্রতিটা দিন আমার কাছে একই ব্যাপার
বদলায় না তবু আমি বদল খুঁজি
তবু আমার সময় নেই তোকে ভাবার
ভাবতে থাকি কত হল রুটি-রুজি
এমনি করে জীবন গেলেই বেশ হত
সে ব্যাটা আমার মতই উলটো হাঁটে
যতই তাঁকে বোঝাই আমি আমার মত
দিন দুপুরে সুযোগ পেলেই আমায় চাটে
ধুস শালা বোঝাই কাকে, সবাই কি আর
আমার মত! একা একাই ঘুরি ফিরি
একমুঠো রোদ পকেট করেই দিন কাবার
তবু আমার রাত আসে, বাসায় ফিরি
ফেসবুকেতে ছবি দেখে লাইক মারি
বুকের ভেতর নেমে আসে শীতল ভোর
মনে মনে আমার আবার সাহস ভারী
তবু, বেশ করেছি হাত ধরেছি তোর
হয়না বলা। বুকের কথা বুকেই চেপে
ঘুরে বেড়াই ময়দান আর ভিক্টোরিয়া
কত চোখ আমায় দেখে মেপে মেপে
চলে যায়। ঘুম আসে না ইনসমনিয়ায়
মিটিং মিছিল প্রতিবাদ সব ভাগিয়ে
বসে বসে এই দুনিয়ার একটি কোণে
ইচ্ছে করে ভাববো শুধু তোকেই নিয়ে।
মাইরি বলছি তবু শালা প্রেম এল না মনে…