পেটুক
পেটুক – শঙ্কর দেবনাথ
লোকটা নাকি ভীষণ পেটুক
আজগুবি তার খাওয়া,
সকালবেলায় গিলেই সে খায়
একশো কেজি হাওয়া।
আটটাতে সে গাট্টাসহ
কানমলা খায় রোজ,
পাঁচশো ধামা ধাক্কা খেলেই
কিঞ্চিৎ হয় ভোজ।
রোজ দুপুরে খায় সে গুনে
গালি দু’দশ ঝুড়ি,
সঙ্গে নাকি ঝোল করে খায়
দোলনা পঁচিশ কুড়ি।
কিল-লাথি-চড় গেলাস বিশেক
নিত্যি করে আহার,
তাতেই নাকি ভালোই থাকে
শরীর ও মন তাহার।
রোজ বিকেলে টিফিন করে
তিনশো আছাড় খেয়ে,
সঙ্গে সে খায় আচ্ছা ধোলাই
কয়েকশো কাপ চেয়ে।
রাত্রে সে খায় চুমুক দিয়েই
ধমক হাজার পিস্,
বোকার মতন ধোকার সাথেই
দশ বাটি খায় কিস্।
শরীরে তার মেদ বেড়ে যায়
সেই ভয়েতেই রোজ,
ডিগবাজি খায় বিহান রাতে
চারশো কুড়ি ডোজ।