নতুন কবিসুলতানা পারভীন সুমি

পুরনো অভ্যেস

পুরনো অভ্যেস – সুলতানা পারভীন সুমি

মাঝে মাঝে দূরে সরে গিয়েও বুঝিয়ে দিতে হয়,
কাছে থাকাটা ঠিক কতটা জরুরী।
পুরনো অভ্যেস গুলো বদলে দিয়ে বুঝিয়ে দিতে হয়,
নতুন করে সব সাজিয়ে তোলা ঠিক কতটা কঠিন!
একদিন চিনিবিহীন চা পান করিয়েও বুঝিয়ে দিতে হয়
আসলে চিনির গুরুত্ব কতখানি।
হুট করে ঘরের সাজানো গোছানো জিনিস গুলো
উলোট পালোট হয়ে গেলেই,
মানুষ সেই পুরনো অভ্যেস কে খোঁজে,
পুরনো চাদরে নিজেকে মুড়িয়ে নিতে চায়।
তখন দোষটা হয়ে যায় সময়ের।
মানুষ হয় তো বর্তমানকে ভুল বোঝে,
আর নয় তো ইচ্ছে করেই করে,
প্রিয় জিনিস কখনো পুরনো হয় না।
টিপের আঁঠা ফুরিয়ে গেলেও মেয়েরা যেমন যত্নে রেখে দেয়,
হাতঘড়ির কাঁটা টা অচল হলেও,
ছেলেরা তা বার বার ঠিক করে নেয়।
নতুনের হাতে হাত রেখেও পুরনো অভ্যেস কল্পনায় বিচরন করে,
দুমড়ে মুচড়ে ওঠে বুকের ভিতরে।
মলিনতার হাসি দিয়ে সাময়িক ঢাকা পড়লেও
পুরনো কিছু অভ্যেস ঠিকই লেগে থাকে
কখনো দখিনের জানালায়,
কখনো কখনো খোলা আকাশের নিচে।
কখনো হয় তো তারা ভরা রাতে,
আবার বিষন্নতার দিনে।
ভালোবাসাও অভ্যেসে লেগে থাকে
বুকের ভিতর যত্নে আগলে যে রাখে!
নতুনের মাঝেও মন সেই মানুষটিকেই ডাকে।
মানুষ যে গত হলেই প্রিয় হয়ে ওঠে,
বর্তমানে তার কপালে অবহেলা টুকুই জোটে।
ভালোবাসা বরং পুরনো অভ্যেসে বেঁচে থাকুক
গতকে নিয়ে আফসোস না করে
বর্তমানের কদর তো করুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *