দ্বিতীয় বিয়ে
ভেবেছিলাম নিঃশ্বাস নেয়া কিছু মৃত মানুষেরা কখনো নতুন করে জন্মায় না ;
ভেবেছিলাম এ পৃথিবীতে এসব মানুষদের নিয়ে কেউ ভাবে না।
ভাবতে চায়ও না।
ভেবেছিলাম নিজের নিঃশ্বাস টুকু নিজেই কেড়ে নিবো।
বেঁচে থাকার স্বাদ মিটে গেলে পৃথিবীকে অসহনীয় মনে হয়,
হঠাৎ যেন সব ভাবনা মিথ্যে হয়ে গেলো!
হাড় কাপানো শীত পেড়িয়ে জীবনে এক অন্য বসন্ত এলো,
দারুণ ভাবে আমায় ভাবিয়ে তুললো।
ভাবিনি কখনো এমন হবে!
মরে যাওয়া গাছের পাশে এক নতুন অঙ্কুরোদগম জন্ম নিবে।
ভেঙে যাওয়া জীবন হয়তো জোড়া দিলেও অদৃশ্য দাগ লেগে থাকে ;
তবে নক্ষত্র খচিত আকাশে কিন্তু চাঁদও ওঠে
তার কলঙ্ক যদি সৌন্দর্য হয়
তবে বিবাহ বিচ্ছেদে কীসের দাগ? কীসের কলঙ্ক?
প্রথম বিয়ে ভেঙে যাবার পরও__
কোন এক প্রান্তে কেউ একজন আমার জন্য অধীর আগ্রহে বসে ছিল
বা থাকবে ভাবিনি কখনো!
ভেবেছিলাম সব শেষ __
দ্বিতীয় কাহাকেও আমি মেনে নিলেও সমাজ নিবে না,
নিন্দা,আর মন্দ চর্চা আমি সহ্য করতে পারবো না
নিঃশ্বাস নেয়া মৃতের বুকে প্রেম নেই আছে পুড়ে যাওয়া ফুল,
আছে শুকিয়ে যাওয়া বকুল,
না সব ভাবনা ভুল হয়ে গেলো ;
আমার পৃথিবী যেন বদলে গেলো।
বাড়ির পাশের রাস্তার ধারে কোন এক বাউল গান ধরলো,
বসন্ত বাতাসে পাখিরা গীত গাইলো,
এক মৃতের যেন পুণর্জন্ম হলো।
সানাই, ঢাক বাজিলো আবার
বিয়ে হলো বিয়ে হলো
সবাই বলে উঠলো দ্বিতীয় বার!
জীবন যদি একটাই হয় কেন তার অবহেলা?
কেন তাকে এড়িয়ে চলা?
ভাবিনি কখনো আবার কারও ব্যক্তিগত একজন হবো!
ভাবিনি কখনো, শেষ থেকে শুরু করবো,
ভাবিনি কেউ, আমায় বলবে এই মানুষটা শুধুই আমার,
এসো হাত ধরো, আমাকে না হয় সুযোগ দিলে আরেকটা বার।
এ যেন অন্য জীবন পেলাম!
তুচ্ছ করা সত্তা যেন নতুন করে প্রাণ পেলো।
হাতে হাত রেখে কেটে গেলো কয়েকটা বসন্ত__
ঝগড়া ঝাটি তো হবেই তবে মান অভিমানই বেশি
সুখি জীবন বলবো না তবে বেশ আছি।
এতটা পাবো ভাবিনি কখনও!
এখন কেউ আর নাক ছিটকে বলে না এমা দ্বিতীয় বিয়ে
কি হবে সব মিলিয়ে?
যারা বলতো অনেকেই চলে গেছে ওপারে
ভালো থাকুক তারা।
পৃথিবী মাঝেমাঝে অনেক কিছুই ভুলে যায়
যদি না মানবজাতি তা মনে করিয়ে দেয়!
বিয়ে কিংবা প্রেমের হিসেব টা সংখ্যায় নয়
যেটা থেকে যায় সেটাই সঠিক এবং বিশ্বস্ত প্রেম,
বাকীটা ভুল।