দেশ খোঁজা মানুষ
দেশ খোঁজা মানুষ – রামকৃষ্ণ প্রধান
তৃতীয় বিশ্বের এক কবি পড়ন্ত বিকেলে
নতুন ভাড়াটের সাথে খোশ গল্প করছে
এই পৃথিবীতে যাদের দেশ নেই
তাদের জন্য ফুলে ফুলে উঠছে চিন্তন কোশগুলি
হৃদয়ের নীল স্পন্দনে রোহিঙ্গাদের ঘর
কফির তলানিতে ঠেকেছে ।
তবু উদ্বাস্তু কলোনীর গোপন সুড়ঙ্গে
একমুঠো অন্নের হাহাকার
রক্তের নদী আর নারী সম্ভ্রম লুন্ঠনের
বেনজির ইতিহাস !
মিথ্যে মনে হয় কোরান, হাদিস
মরে যায় ইসলাম কয়েদখানার অন্ধ কুটিরে
রক্তের লসিকা বয়ে যায় পদ্মায়, আরব সাগরে…
আমার একটা দেশ চাই
আমার একটা ঘর চাই
আমার সন্তানের হাসিভরা মুখ
প্রতিদিন একটু একটু রোদ্দুর এনে
লুকিয়ে রাখি গুহার আঁধারে…
ক্রীতদাসের দেশ আছে মনিবের দেশ
আমার পৃথিবী ঘরহীন সমুদ্রের পথ
সূর্য্যের আলোর পথ….
মহাশূন্যের দাবিহীন শূন্যস্থান ।
পথ আমার নয়, পথের পাশে গাছও
ফুল আমার নয়, গন্ধ আমার হয়তো
ঘর দাও, দাও পরিচয়
কাঁটাতারে বিদ্যুৎ, বেয়নেট বুলেট
দুর্গন্ধ ছড়ায় পচা নাড়িভুঁড়ি
দেশ খোঁজা মানুষের !