দেশবন্ধু চিত্তরঞ্জনবাংলা উক্তি সমগ্রবিখ্যাত মনিষীদের উক্তি

দেশবন্ধু চিত্তরঞ্জন এর উক্তি

একটা জাতির জীবন

“একটা জাতির জীবন তো ঠিক হঁটের ইমারত নয় যে, ঠেকা দিয়া খানিকটা ভাঙিয়া ফেলিয়া সে দিকটা আবার নূতন ধরনের নতুন উপকরণে গড়িয়া তুলিবে।”

 

পরিষ্কার কাঁচ যেমন

“পরিষ্কার কাঁচ যেমন মানুষের দৃষ্টির অন্তরায় না হইয়া সাহায্য করে, কথাও ঠিক তেমনি ভাবকে জমাইয়া তোলে।”

 

সমস্ত মানবজাতির মধ্যে

“সমস্ত মানবজাতির মধ্যে সত্য ভ্রাতৃত্বভাব জাগাইতে হইলে ভিন্ন ভিন্ন জাতিসমূহকে বিকশিত করিতে হইবে। তাহার পূর্বে এই ভ্রাতৃত্বভাব অসার-কল্পনা মাত্র।”

 

যে আপনাকে দুর্বল হইতে

“যে আপনাকে দুর্বল হইতে দেয়, তাহার বলহীনতা যে তাহারই দোষ।”

 

জগতের ইতিহাস বার বার

“জগতের ইতিহাস বার বার সপ্রমাণ করিয়া দিয়াছে যে, এক জাতিকে অন্য কোনাে জাতি হাতে ধরিয়া তুলিয়া দিতে পারে না।”

 

ফুল তো শুধু ফুল নয়

“ফুল তো শুধু ফুল নয়, সে যে সকল বিশ্বের মহাপ্রাণ, তাহারি প্রাণকণিকা, সে যে অত্যন্ত লীলাময়ের লীলা-সহচর। তাহার মধ্যেও যে বিশ্বরূপ জাগিয়া আছে।”

 

মানুষ যখন প্রেমের ভিতর

“মানুষ যখন প্রেমের ভিতর দিয়া স্বাধীন হয়, মিলিত হয়, তখন সে নির্বাণ মুক্তি চায় না। সে তখন তাহার প্রিয়তমের সহিত প্রাণের লীলাভঙ্গে আনন্দরস ভোগ করে—কে তখন তোমার মায়াবাদের সূত্র প্রতিপাদ্যের ধার ধারে।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *