নতুন কবিমারুফ আহম্মেদ

দূরত্ব

দূরত্ব – মারুফ আহম্মেদ

একদিন…
ইচ্ছা করলেই আমাকে ছুঁতে পারবেনা,
হাতের পাচটি আঙ্গুলের স্পর্শ পাবেনা,
বুকের সাথে আষ্টেপিষ্টে জড়িয়ে ধরতে পারবেনা,
শুনাতে পারবেনা তোমার মন ভাঙ্গার গল্প,
ভীষন কান্না পেলে আমার কাধে –
মাথা রেখে কাঁদতে পারবেনা।

সেদিন আমি,
অস্পষ্ট থেকে অস্পষ্টতর হবো –
শূন্য থেকে শূন্যতেই বিলীন হবো
একাকিত্বের নিসঙ্গতায় নিজেকে ভীষন পুড়াবো,
অদৃশ্য কাটাতারের বেড়াজালে –
গড়ে তুলবো নিজের নিষিদ্ধ শহর,
তুমি চাইলেও সভ্যতার বেড়াজাল ভেঙ্গে,
সেখানে প্রবেশ করতে পারবেনা।

তবুও তুমি,
বারবার ফিরে এসো,
আমার নিষিদ্ধ শহরের সীমান্তে,
দু’হাত বাড়িয়ে – আমাকে নয়,
আমার স্মৃতি গুলো কে ছুয়ো,
পুরনো স্মৃতি মনে করে দুচোখ ঝাপসা হলে –
দুএক ফোটা অশ্রুফোটা ফেলো,
মাঝে মাঝে দুএকটা বিচ্ছেদের চিঠি দিও।

আবৃত্তিঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *