ডাক পিয়নের অভাব
তোমার নগরীতে কি ডাক পিয়নের অভাব?
নাকি তোমার অফুরন্ত ব্যস্ততা?
রোজ আমার নগরীর পথে কত কত
ডাক পিয়নের চলাচল!
অথচ, আমি কোন চিঠি পাই না
আমার নামে একটিও চিঠি আসে না
এসব আমার অভিযোগ নয় আক্ষেপ!
তোমার নগরীতে কি ডাক পিয়নের অভাব?
নাকি তোমার অফুরন্ত ব্যস্ততা?
রোজ আমার নগরীর পথে কত কত
ডাক পিয়নের চলাচল!
অথচ, আমি কোন চিঠি পাই না
আমার নামে একটিও চিঠি আসে না
এসব আমার অভিযোগ নয় আক্ষেপ!