নতুন কবি

জয় জওয়ান

জয় জওয়ান- জয়া গুহ (তিস্তা)

কু-ঝিক ঝিক রেলের গাড়ি
চড়তে গেলো মেয়ে
হাওয়ার সাথে পাল্লা দিয়ে
উড়তে গেলো মেয়ে-
পুড়তে গেলো মেয়ে,
মোমের পুতুল আগুন গোলায়
গলছিল সেই মেয়ে
দেশের সেবক, গোলা গুলি
শহীদ যুদ্ধজয়ে
দাবানলের আগুন হল
মোমের পুতুল বেয়ে

সমাজ? কোন আদমের বল?
আদিমতার শিকল ভাঙা
নৌকাডুবি ছল
দ্বারপাল আজ ভাঙলো আগল
ভাঙল শিষ মহল।

মনে হেমলকের ই বিষ-
মিষ্টি মেয়ের ওড়নাতে টান
লজ্জা অহর্নিশ
বাঘের মুখে মুখোশ আঁটা
জওয়ান কে কুর্ণিশ –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *