জুরাসিক
জুরাসিক – কল্লোল সোম
অতিকায় তালা
যেন জুরাসিক দায়
মরিচদান,ফুলকারি
রোদফালা – যেন ন্যাপকিন
শব্দহীন সাদা হাড়
হৃৎ-কারু মরু কথা
………
ওপাশেই
আঙ্গুর বাগান,
কাঁধে ঝোলা
বড় টিপ
মেঘ চোখ জলবিম্ব
কালই চটি পায়ে
প্রাক্ইতিহাস, যেন
…বিবৃত নির্মলতা।