ঈশ্বরচন্দ্র গুপ্তখ্যাতিমান কবি

গুনের আদর

গুনের আদর – ঈশ্বরচন্দ্র গুপ্ত

মহৎ যে হয় তার, সাধু ব্যবহার,
উপকার বিনা নাহি জানে অপকার।
দেখ কুঠার করে, চন্দন ছেঁদন,
চন্দন সুবাস তারে, করে বিতরণ।

কাক কারো করে নাই, সম্পদ হরণ,
কোকিল করেনি কারে, ধন বিতরণ।
কাকের কঠোর রব, বিষ লাগে কানে,
কোকিল অখিল প্রিয়, সুমধুর গানে।

গুণময় হইলেই, মানে বাড়ে সব ঠাই,
গুণহীনে সমাদর, কোন খানে নাই।

শারি আর শুক পাখি , অনেকেই রাখে,
যত্ন করে কে কোথায়, কাক পুষে থাকে ?
অধমে রত্ন পেলে, কি হইবে ফল ?
উপদেশে কখনো কি, সাধু হয় খল ?

ভাল, মন্দ, দোষ, গুণ, আধারেতে ধরে,
ভুজঙ্গ অমৃত খেয়ে, গরল উগরে।

লবণ-জলধি-জল, করিয়া ভক্ষণ,
জলধর করিতেছে, সুধা বরিষণ ।
সুঞ্জনে সুযশ গায়, কুযশ ঢাকিয়,
কুজনে কুরব করে সুরব নাশিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *