কিছু করার নেই
কিছু করার নেই – ইশরাত তানিয়া
সীমাবদ্ধতাগুলো কেঁপে উঠতেই পারে এমন করে
কারো চোখ থেকে যদি শিশুসুলভ অবাধ বিস্ময়ের
মুঠো মুঠো ফুল বৃষ্টির ফোঁটা হয়ে ঝরে। অতিরিক্ত
একটি তারা জ্বলতে পারে, তেমন সৌভাগ্য হলে
হয়তোবা দ্বিতীয় আরেকটি চাঁদও, যখন একটি
দুর্বোধ্য গভীরতর হাসি আপত্তি থাকা সত্ত্বেও কারো
ঠোঁটের উপর ভেসে যায়। এতগুলো ঢেউ একসাথে
আছড়ে পড়লে অতর্কিতে- আসলে কিছু করার নেই,
মন ভিজতেই পারে শীতের সচরাচর আবহাওয়ায়,
হয়তোবা চোখও। সে যাই হোক, কী করার থাকে,
যদি কারো নগ্ন পায়ের ধ্বনিতে মাটি ফুঁড়ে নরম
ঘাস-জল-আকাশ বেরিয়ে আসে! নিষিদ্ধ নিলামে
অসহায়ত্বগুলো উঠতেই পারে, যদি এক পা, দু’পা
করে, কেউ মনের পুকুরে ঢিল ছুঁড়ে অবহেলায়,
নিটোল পুকুরে এক স্বল্পায়ু টোলের জন্মসন্ধ্যায়।