নতুন কবিমাহফুজ রাজন

এলোমেলো প্রেম

এলোমেলো প্রেম – মাহ্ফুজ রাজন

( ১ )
আকাঙ্ক্ষার ঝুল বারান্দায়
যখন দেখা হয় রোজ,
মেয়েটি হয়ে যায় কিশোরী
আর ছেলেটি
চল্লিশ বছরের কিশোর।।
( ২ )
আমার চেয়ে ভালো
তোমায় আর
কে চেনে বলো ?
আকাশ যেমন করে
চেনে তার নীল,
চাঁদ তার জ্যোস্নাকে,
তেমনিভাবে জানি আমি
মেঘকন্যা তোমাকে ।।
( ৩ )
তিন বছর পর
হঠাৎ মুখে এলাচের গন্ধ।
কেন বলোতো ?
তিন বছর পূর্বে
এমন দিনে,ঠিক এমনই মুহূর্তে
কেশনিশি অন্ধকারে
তোমার মুখের ক্ষত-বিক্ষত
আহত এলাচ দানারা
আমাকেও যে ছুঁয়েছিল !
( ৪-জীবনযাপন )
তুমি সেই অলৌকিক মেয়ে,
যার গভীর কালো
দিঘিতে ফোটে জলপদ্ম,
হাসিতে জন্ম নেয়
পবিত্র জোনাক।
যার প্রেমে মন্ত্র মুগ্ধ আমি
চেয়ে থাকি অপলকপ
চোখের তারায়, ইচ্ছে হয়
পুনর্বার জন্মাই।
যাকে দেখলে ছুঁতে মন চায়না
ভেঙ্গে যাবে বলে।
ইচ্ছে হয় কেবল
কবিতা আর গান শুনিয়েই
মুখোমুখি কাটিয়ে দেই
একটি জীবন।।
( ৫ )
আমার জন্য হাসো তুমি
আমার জন্যই মনখারাপ,
পদ্মপাতায় জল টলমল
প্রেমের জন্য বিসংবাদ।।
( ৬ )
মাঝেমাঝে মনে হয়
ভীষণ দূরারোগ্য ব্যাধিতে
ছিঁড়ে খুঁড়ে ফেলুক আমাকে।
তবু যদি পাই তোমার স্পর্শ
তবু যদি সবসময় ছুঁয়ে ছুঁয়ে থাকা,
অর্থাৎ তোমার এতোটুকু স্পর্শের
প্রতিক্ষায়
আমার মৃত্যু আকাঙ্ক্ষা।।
( ৭ )
ঘুমের ঘোরে হঠাৎ
পরিচিত গন্ধ নাকে আসতেই
তড়িঘড়ি উঠে বসলাম,
চারদিক চাইলাম,কেউ নেই।
বুঝলাম, ও কিছু নয়,
ওটা একটা নারীর গন্ধ,
বহুদিন আগে যে
আমার ঘর ছেড়ে হারিয়েছে
দূরে কোথাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *