এক গুচ্ছ কাকু
এক গুচ্ছ কাকু – শ্যামল সোম
১) বন্ধু আজ বাড়িয়েছি হাত এই ফাল্গুনের প্রথম দিনে,
এসো তুমি ভালোবেসে ধর হাত চলি পলাশ বিছানো
পথে, ঠিক জেন, পথ চিনে নেবো, রবির গানে গানে।
২) আজ সময়ের স্রোতে ভাসিয়ে দিয়েছি গা
ও তুই মন আকাশের সীমানা ছাড়িয়ে যা,
পেরিয়ে নদী, ডিঙিয়ে পাহাড় তুই পৌঁছে যা।
৩) ভালোবাসায় ভেসে চলরে পাগলী পালাই,
পালাই দিয়েছি তুলে নৌকা এবার ভাসাই;
ভাসতে ভাসতে ঢাকায় এবার পৌঁছে যাই।
৪)তুই পালিয়ে কোথায় যাবি?
কাউকে কি তুই খুঁজে পাবি?
ছেড়ে আমায়, কি সুখে থিকবি?
৫) তুই থাকলেই হবে, নাই বা থাকলো কেউ,
দূর ! ফেরারী কেউ কি হয় সঙ্গে নিয়ে ফেউ ?
আয় নির্জন এই সৈকতে বসে গুনি সুখের ঢেউ।
৬) না না তোকে আমি ভালোবাসবো না,
আর কখনই কাছে তোর আসবো না,
জড়িয়ে এখন ও তুই একটা চুমু দিলি না?
৭) এই শোন পিছু ডাকলাম কিছু মনে করলে?
এ নাও রুমাল, আহ: কি হচ্ছে ছাড়, দেখবে?
লাল করে দিয়েছো, জ্বলছে, শীঘ্রই ফিরবে।