আশ্চর্য সূর্য
আশ্চর্য সূর্য – ইশরাত তানিয়া
ঈশ্বর জানেন, কতবার হাত গুটিয়ে নিয়েছি
স্পর্শকাতর মুঠোফোন থেকে
ক্ষুদে বার্তা থেকে ছেঁটেছি একের পর এক অক্ষর-
তারপর মুছে দিয়ে সবটুকু রঙ
সাদা ক্যানভাস ধরে হেঁটে গেছি,
দূর ব্যবধান স্থাপন করেছি দেশে-মহাদেশে।
নির্বাসনে ভোরের জানালায় আনমনে
তোমার বাষ্প ওঠা ফুটন্ত জলে কফি দেই,
টোস্ট আর বাটারের গন্ধ মিশে বাতাসের দীর্ঘশ্বাসে।
সে আজ কতকাল যোগাযোগ ছিন্ন করে
ভালোবাসার উৎস থেকে ক্রমাগত দূরে-
তবু সঠিক বুঝে যাও কখন
এ দু’টি চোখ অন্ধ হয়ে যায়
তক্ষনি সামনে এসে দাঁড়াও সূর্য হয়ে।