আমি ও হায়নার দল
আমি ও হায়নার দল- অমি রেজা
আমাকে তাড়া করেছিল হায়নার দল
নিশুতি রাতের এই প্রাণহীন শহরে
ভীত সন্ত্রস্ত আমি লুকিয়েছিলাম নিজেকে
শামুকের খোলসে পুরে।
ছিল নির্ঘুম রাত আমার
কেটেছে অসহনীয় দিন।
চোখ দুটি আমার হয়েছিল
অতন্দ্র প্রহরী,
ছিল সদা জাগ্রত।
যদি ধেয়ে আসে
হায়নার দল।
যদি হিংস্র থাবায়
উপড়ে নিতে চায়
আমার আহত হৃদয়টাকে,
আমাকে দূর্বল ভেবে
আমার মানসিকতাকে
পঙ্গু করে দিতে।
মানুষরূপী হায়নাদের ছিল
অর্থ,শক্তিবল।
টাকার জোরে ওরা
যাকিছু করার মানসিকতাকে
মনেপ্রাণে লালন করে থাকে।
হায়নাদের ভাবধারা বিচিত্র
লোকদেখানো মানবতা-
দান,দক্ষিণা,ভিক্ষা আর সেল্ফি
চলে সমানতালে।
টিভি,সোশ্যাল মিডিয়া আর
পত্রিকার পাতায় আসে হেডলাইন,
হায়নারা বনে যায় দাতা,ভগবান।
আমাকে তাড়া করেছিল হায়নার দল,
সেদিন থেকে আমি আগুনে পুড়ে
নিজেকে করেছি অঙ্গার।
সহস্রবার জ্বলে জ্বলে প্রানে
প্রতিবাদী আজ আমি
যেন আগুনের পরশমণি।