আভীদ খাননতুন কবি

আমার একাকীত্বে স্বাধীনতা চাই

আমার একাকীত্বে স্বাধীনতা চাই – আভীদ খান

হাজার বর্ণ দিয়ে একটা
গল্প লিখবো ঘৃণাতে প্রতি লাইন,

হরেক রকম শব্দ দিয়ে গাঁথবো
হৃদয় ভাঙ্গার মুমূর্ষু বর্ণনার ব্যাখাতে।

যদিও কলম আমার আজ স্তব্ধ ভীষণ
গহণপিণ্ডের আত্মচিৎকার নিস্তব্ধে কাঁদে,

তবুও আজ অপরাধীর স্বার্থে গল্পের
উপসংহারভাগ ছলনার প্রকাশ হবে।

ইচ্ছের সাথে আপোষহীন হতে গিয়ে
বারংবার নিজের অপমৃত্যু সয়েছে দেহ,

তাতেও একটু প্রশান্তভাবে কলম ধরি
প্রতিটা অপবাদ নীরবে সহ্য করেছি
চাকচিক্যময় সমাজের অন্যায়াচার দেখে!

মানুষ তো সমাজ পরিজন নিয়েই বাঁধা
হৃদয়ের রক্তক্ষয়ী বিষর্জন ধামাচাপা রয়ে যায়,

আমার গল্পে সবাই অপরাধী সমাজ থেকে
পরিজন, বন্ধু থেকে পরিবার, এবং তুমিও।

গল্পের পরিধি টেনে সংলাপে ইতি টানি
মুক্তি চাই, আমি মুক্ত হতে চাই,

আমি স্বাধীন ভাবে জীবন সাজাতে চাই!
আমি একাকীত্বে সংসার পাতবো,
একাকী জীবন পথ তৈরি করবো।

তোমাদের সকলকে আমি বিদায় জানালাম
এই জগতের মানুষ তোমরা ভালো থেকো,
আমাকে আমার হালে থাকতে দাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *