আভীদ খাননতুন কবি

আমাতে আমি অনন্যা

আমাতে আমি অনন্যা – আভীদ খান

আমার মাঝে আমি সত্য আমার তরে গহণ,
থাকতে চাই সত্যতা আঁকড়ে ধরে
এই চাওয়া-তেই পূর্ণতা নিয়ে হোক মরণ।

আমি কিছু খামখেয়ালি কিছুটা আছি জেদি,
অল্পতেই হয় রাগের কারণ অল্পতেই হই সুখী!
আমি ভাবি একলা জীবন একলা হবে মরণ
এই দুনিয়ায় প্রভু বিনে ভয়ে করিনা স্মরণ।

জগত এখন স্বার্থান্বেষী খুঁজে জাত-পাত
আমি ভাবি মানব ধর্মে নেইকো কোনো ভেদাভেদ।
আমি চলি আমার মতোন আমার ইচ্ছে খুশী
জেদের বসে নানানরকম করি বাজিমাত!

ইচ্ছেটা আজ ক্ষুদ্রভাবে বাঁচতে খুঁজি তাগিত
এই চাওয়াতে স্বপ্ন বুনে পথ চলতে চাই,
আমার রাজ্যে-তে স্বাধীন প্রিয় মানুষ থাকবে
স্বাধীন নিয়ে গড়বো সমাজ এটাই যেন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *