নতুন কবিমারুফ আহম্মেদ

অপেক্ষা

মারুফ আহম্মেদ

আমি অপেক্ষা করতে চাই,
কারো ভালোবাসার জন্য..!

আমি চাই কেউ একজন –
আমাকে প্রচন্ড ভালোবাসুক,
আমার পাশেপাশে চলুক,
আমার সঙ্গে দুদন্ড প্রান খুলে কথা বলুক,
মাঝে মাঝে কারনে – অকারনে,
আমাকে বুকের সাথে জড়িয়ে ধরে –
চুলে হাত বুলিয়ে বলুক –
“ভালোবাসি তো পাগল, বুঝো না?”।

আমি চাই,
প্রতিদিন কেউ আমার চুলে হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিক,
মাঝ রাতে হঠ্যাৎ ঘুম ভাঙ্গলে,
অপলকে আমার দিকে চেয়ে –
ফিসফিস করে বলুক,
ঘুম আসেনা, শুধু তোমাকেই ভালোবাসতে ইচ্ছা হয়।
আমি চাই,
প্রতিদিন সকাল বেলা ভালোবাসার
মানুষটির মুখ দেখে আমার ঘুম ভাঙ্গুক।

আমি চাই,
কেউ আমাকে –
কারনে-অকারনে শাসন করুক,
ইচ্ছা মতন ঝগড়া করুক,
খুব করে বকা ঝকা করুক,
রাগ ভাঙ্গলে, ভালোবেসে কাছে টেনে আদর করুক,
অগোছালো আমি’টাকে তার মনের মত সাজিয়ে নিক।

আমি চাই,
কেউ আমার কষ্টের কবিতা পড়ে কাদুক,
সুখের গল্প পড়ে হাসুক,
আমার নির্ঘূম রাত জাগার সঙ্গী হোক,
এলোমোলো ভাবনার সাথে তাল মেলাক,
হঠ্যাৎ কাছে টেনে,
আমার সিগারেট খাওয়া কালো ঠোটে চুমু খাক।

আমি চাই,
কেউ একজন –
গভীর রাতে আমার সাথে ঘুরতে বের হোক,
হঠ্যৎ, পথচলা থামিয়ে বলুক, একটু কোলে নিবা?
আর হাটতে পারছিনা।
কোলে উঠে সুরেলা গলায় গান ধরে,
দুষ্টু মুখে মিষ্টি হাসি দিক।

আমি চাই,
কেউ একজন হাজার মানুষের ভিড়ে,
আনিশা’র বাবা শুনছো?
বলে চিৎকার করে ডাকুক,
ভালবাসি ভালোবাসি বলে কাছে ছুটে আসুক।

আমি অপেক্ষা করতে চাই,
তার ভালোবাসার জন্য,
এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত…..!

আবৃত্তিঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *