খ্যাতিমান কবিজয় গোস্বামী

অঙ্গার

অঙ্গার – জয় গোস্বামী

তোমার প্রেমিক,তাঁর সাদা পাতলা দাড়ি–
ফরসা রং–হাসিখানি অপূর্ব সুন্দর
যখন ঘাঢ় ঘুরিয়ে হেসে তাকালেন
মুহূর্তে তোমার বুকে ঝড়

এ ঝড় আমার জন্য কোনওদিন উঠবে না আর
‘সাবধানে থাকবেন’–বলে চলে যেতে-যেতে
আমার বুক ফাঁক করে ভরে দিয়ে গেলে
একমুঠো ধকধকে অন্ধকার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *