সবটাই জানতে
তুমি জানতে আমার কোথাও যাবার নেই,
তবুও কেন ঝগড়া হলেই মাঝরাতে তাড়িয়ে দিতে?
তুমি জানতে আমার কোন ঘর নেই,
তবুও কেন বার বার সদর দরজা দেখিয়ে দিতে?
তুমি জানতে আমার তুমি ছাড়া দ্বিতীয় কেউ নেই,
তারপরও অহেতুক সন্দেহ কেন করতে!
তুমি জানতে আমার চাকরি করার সাধ্য আছে,
তারপরও তুচ্ছ তাচ্ছিল্য করে কি পেতে?
তুমি জানতে আমি পরিবার ছেড়েছি তোমার কারণে
তারপরও কেন তাদের সাহায্যের আশা করতে?
তুমি জানতে আমার রাগ শুনলে চোখ ভেজে,
তবুও কেন ভেজা চোখে হাত রাখতে ভুলে গেলে?
তুমি জানতে আমার অল্পে অভিমান বাড়ে!
তারপরও, কেন আমার সামনেই অন্য কারও প্রশংসা করতে হবে?
হঠাৎ করেই কেন বদলে গেলে?
তুমি জানতে শেষ বিদায়ের পর কেউ ফিরতে পারে না
চাইলেও না __
আপনজনকে বিদায় দেয়া মানুষেরা আমার কাছে এখন অচেনা।
তুমি জানতে তুমি ছাড়া আমার বাকী সব পথ বন্ধ!
তুমি জানতে আমি একলা হবো আমার গোটা পৃথিবী সুদ্ধ!
তারপরও তুমি অন্য এক তুমি হলে!
আমি মস্ত বড় আকাশ ছাড়া কিছুই দেখলাম না তারপরে।