লহ প্রণাম
লহ প্রণাম – জয়া গুহ (তিস্তা)
রাত জেগে আছে ভোরের আলিঙ্গনে
প্রিয়ার আঁচল রক্তের অভিমানে
হে বীরচক্র প্রণাম তোমায় ছুঁয়োনা কারুর হাত
মৃত্যুর সাথে নব পরিচয়ে প্রেমের সংঘাত
দশ মাস ধরে গর্ভে ধরেছে
বীর শহীদের মাতা
ঈশ্বর কাঁদে সেথা
দীপ নেভা ঘরে অচেতন মেয়ে
কোলে তার এক শিশু
বাবার আদরে বঞ্চিত হল
এই আজকের যীশু
সব টুকু শেষ, গান স্যালুট
সবুজে আগুনে ছাই
প্রহরী হল যে আজ দলছুট
শহীদের গান গাই
দু-এক দিনের তফাৎ
সবটুকু শোক নিপাত
শহীদের শিশু শিক্ষা পেলো না
মাতা ও পেলো না ভাতা
শহীদ পরিত্রাতা
বীরচক্র রক্তে ভিজছে
কান্না ভাসছে হাওয়ায়
বীর রক্তের দাওয়ায়
বুক পেতে দিল ফুটফুটে ছেলে
বুলেটে প্রিয়ার চুম্বন ভুলে
শ্মশান কাঁদছে ব্যথায়
শহীদ পুড়ছে চিতায়।