মাইকেল মধুসূদন দত্ত
মাইকেল মধুসূদন দত্ত ১৮২৪ সালের ২৫শে জানুয়ারি যশোরের সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। হিন্দু কায়স্থ বংশে জন্ম হলেও পরবর্তীতে তিনি খৃষ্টধর্ম গ্রহণ করেন। জীবনের প্রথম অংশে পশ্চাত্য সাহিত্যের প্রতি আকর্ষণের কারণে তিনি ইংরেজি ভাষায় সাহিত্য রচনা শুরু করেন। তবে পরবর্তীতে তিনি মাতৃভাষা বাংলায় লেখালেখিতে আকৃষ্ট হন। বাংলা কাব্য রচনায় তিনিই প্রথম সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেন। তাঁর সর্বশ্রেষ্ঠ কীর্তি হিসাবে অমিত্রাক্ষর ছন্দে রচিত মেঘনাদবধ কাব্য নামক মহাকাব্যকে বিবেচনা করা হয়। প্রথিতযশা এই কবি ১৮৭৩ সালের ২৯শে জুন মাত্র ৪৯ বছর বয়সে কোলকাতায় কপর্দকশূন্য অবস্থায় মৃত্যুবরণ করেন।