ভালবাসা
ভালবাসা – পরিজিৎ মিদ্যা
ভালোবিছানার প্রতি ভাঁজে
লালসা নগ্ন সাজে
শরীরে জাগে কত ভাষা।
রাত এলে হয়রানি
দেয় যৌনতা হাতছানি
এটাই নাকি ভালবাসা।
ওর দেহটা সুতো হীন
চাহিদাটা খুব ক্ষীণ
তবুও মেটায় মেয়েটা পিপাসা।
এটাই নাকি ভালবাসা।
রক্তটা বেশ তাজা
তবু চাই তাকে সাজা
নহিলে হবেনা গাড় নেশা।
নারীত্ব ক্ষয়ে যায়
দেহ ছেঁড়া কান্নায়
দু চোখ খোঁজে ভোরের আসা।
এটাই নাকি ভালবাসা।