ফসল
ফসল – হরেকৃষ্ণ দে
তোর হাতটা একবার দে,
তোকে এনে দেব
পা পা চো চো করা একটা
সকাল।
লাল ববি প্রিন্টের
বর্ডারে লিখে দেব
বাল্যের দুষ্টুমি গুলো।
খেজুর পাতাতে পুকুর ধারের
প্রাত: কর্মের সকাল বেলা
এনে দেব তোর বাম হস্তে।
তোর মনে থাকবে
সেই বাবলা গাছে প্যান্ট
রেখে কাগজের পদ্মফুল হাতে
ঘর এসেছিলি,তখনও
লজ্জা হবার মত ডাগর হই নি।
জানিস তোর সাথে প্রথম যেদিন
একসাথে হিসি করেছিলাম,
তোর হাফপ্যান্টের সরকা খুলতে
না পেরে চোখে জল এসেছিলো।
তোর হাত টা একবার দে,
তোর পাঠশালার ওই চোর পুলিশ গুলো কে ডেকে,
লাউ কাটাকাটির ছকটা এনে দেব।
একবার বাবু করে কাছে বোস তো,
“উলুকুটু দুলুকুটু লালের বাটি”
খেলার সুর টা কানে কানে
বলে দেব।
কানামাছি খেলার সেই দিন গুলো
খুব করে পেতে ইচ্ছে না তোর,
সাইচাকিতে কাঠি মেরে
এদিক থেকে ওদিকে ছুটে যেতে
মনটা চাইলেও
ফিরে পাবো না।
তাই সেদিনের কথা গুলো
রোমন্থন করে
দু দন্ড শান্তি পেলাম তাই না রে!