নিজস্ব শোক বার্তা
নিজস্ব শোক বার্তা – সুলতানা পারভীন সুমি
আমি নিজেই একদিন নিজের শোক বার্তা পাঠাতে চাই,
বেঁচে থেকেও মরে যাওয়ার ভান ধরতে চাই,
শোক বার্তা পেয়ে ছোটাছুটি করা লোকেদের ঢলটা দেখতে চাই,
আমার মৃত্যুকে ঘিরে প্রিয় অপ্রিয় দের কথপোকথন শুনতে চাই।
তারা কতখানি শূন্যতায় ভুগবে তা আমার জানতে ইচ্ছে করে,
সত্যিই কি তারা আমায় ভালোবাসে?
আমার খোঁজ কি নেয়া হবে?
কোন এক শরতের আকাশে,
উজ্জ্বল নক্ষত্ররাজির ভীড়ে
কেউ কি আমায় খুব যতনে খুঁজবে?
নাকি শোক কেটে গেলেই স্মৃতি হারিয়ে যাবে?
আমার শূন্যতায় বার বার মূর্ছা যাওয়া,
সেই মানুষ টাকে চেনার আকাঙ্খা জাগে
আমার নামে যার চোখে অহর্নিশি বৃষ্টি আসে,
একলা বসে যার নদীর ঘাটে সাজ নামে,
সেকি আমার শোক বার্তায় একলা হবে?
ব্যাথায় ব্যাথায় মনকে কষ্ট দিবে?
হয় তো বা আমায় নিয়ে দেখা স্বপ্নে গভীর রাতে তার ঘুম ভাঙবে,
হয় তো গোটা রাত সে একাই জেগে রবে।
তাকে খুঁজে পেতে হলেও একটা শোক বার্তা পাঠাতে চাই,
তবুও যদি তার দেখা পাই।