জিজ্ঞাসা একটাই
জিজ্ঞাসা একটাই – মোনালিসা
গ্রামের ও গ্রামের প্রতিটি মানুষের-
বর্ষার ছাতা, শীতের কম্বল, গরমের মুক্ত হাওয়া;
আর ঝড়ের মুখে প্রকাণ্ড এক দেওয়াল-
বরুন বিশ্বাস…
এরাই মৃত্যুশয্যায় একরাশ অবহেলায়;
আর, লাশ হলে –
স্বার্থরা “আমাদের লোক” বলে স্লোগানে মাতে…
হয়তো বা স্লোগানের মাঝেই
কোনো পকেটে জামিনের কাগজটা…
এদেরই খবর ছাপে তখন,
আসলে যখন বিক্রি হয়…
এমন প্রানেরই অকালমৃত্যু;
এরা যখন বেঁচে- তখন চিনিনা, মরনেই পরিচিতি;
মরনেই প্রত্যেকের প্রানে মনে জন্ম নেওয়া
আর ভীষণভাবে বেঁচে থাকা।
কিন্তু জিজ্ঞাসা একটাই-
সেই বেঁচে থাকা কি মানবতায় প্রান যোগায়?
না কি, প্রানের ভয়ের শেকড়ে জল ঢালে?