কিশোরী
কিশোরী – অমি রেজা
আমি রোদ হয়ে
কিশোরীর নরম গালে
আদর ছূঁয়েছি।
কামনার তীব্রতায়
কিশোরীর নরম গাল
ফেটে হয়েছে চৌচির।
আমি বসন্ত দিনে
কোকিল সেজে
গেয়েছি তার উপাখ্যান।
আমি আকাশ হয়ে
মেঘ বিলিয়েছি
কিশোরীর এলোমেলো চুলে
বুকভরে নিব বৃষ্টিঘ্রান।
আমি নোনাজল হয়ে
বাসা বেধেছি
কিশোরীর কাজল কালো চোখে
সমুদ্রের ঢেউ হয়ে ছুটব বলে।
আমি আবেগের কিনারা হয়ে
কিশোরীর হৃদয়ে নোঙর করেছি
ভালোবাসার তরী ভাসাবো বলে।
আমি মায়া হয়ে
জেগেছি কিশোরীর মনে
প্রাণেতে প্রাণ রাখব বলে।