নতুন কবিমোনালিসা

ওরা

ওরা – মোনালিসা

ওরা স্বপ্নের অঙ্কুর দেয় উপহার;
বিনিময়ে বানায় হাতের পুতুল।
অঙ্কুরটা যখন বড় গাছ,
স্বপ্নগুলো বিক্রিত;
বিনিময় কঙ্কালসার গাছের ভার।
স্বপ্ন-মূল্য ওদের আখেরে…

ভোরবেলায় ওরা
দিনের আলো বিক্রি করে,
আর বর্ষাকালে জল সাপ্লাই;
নরমুণ্ডের মুখোশে ঢেকে
ওরা কারা???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *