আপন তুমি নেই
আপন তুমি নেই – সুলতানা পারভীন সুমি
আমাকে ভালোবাসি বলবার কেউ নেই,
ভীষণ কষ্টে বুকে জড়িয়ে ধরবার কেউ নেই,
আমার সন্ধ্যে নামবার আগে বাড়ি ফিরবার তাড়া নেই,
হারিয়ে যাওয়া টা নিছক ছেলে মানুষি
তাই আদুরে গলায়
এই যে কখনও ছেড়ে যেও না আমায়
বলবার মত কেউ নেই।
আমার কোথাও একটা আপন তুমি নেই।
আমার অপেক্ষা করবার বালাই নেই,
ঝগড়া হবার ভয় নেই,
আমার প্রিয় ফুল নেই, রং নেই
মিস করছি কথাটি বলবারও কেউ নেই
ফোন ওয়েটিং বলে জবাবদিহিতা করবার মানুষটি নেই,
আমার কোথাও একটা আপন তুমি নেই।
আমার আঙুলে আঙুল ছোঁয়াবার কেউ নেই,
বাতায়ন পাশে বসে আমায় নিয়ে প্রেম কাব্য লিখবার কেউ নেই,
আমার একটা প্রিয় নেই।
আমার অভিমান পোষবার অধিকার নেই,
চোখের জল চোখেই শুকিয়ে যায়
মুছে দেবার মত কেউ একটা নেই,
আমার চায়ের কাপে ভাগ বসাবার কেউ নেই,
মিষ্টি শাসনে বেঁধে রাখবার মত শিকল নেই।
মস্ত বড় ঠায় দাঁড়িয়ে থাকা পৃথিবীতে
আমার একটা আপন তুমি নেই।