অব্যাক্ত কথা
– আফসানা জামান তুলতুলি
একটা সময় পরে কারো প্রতি তীব্র মায়া কাজ করলেও তাকে বলা হয় না –
“তোমাকে আমার প্রয়োজন”
কাউকে প্রচণ্ড ভালো লাগলেও তাকে জানানো হয় না –
“তুমি মানুষটা আমার খুব পছন্দের “
কাউকে খুব করে চাইলেও তাকে একবারের জন্যও মুখ ফুটে বলা হয় না –
“আমার সাথে আজীবন থেকে যাও না, প্লিজ.”
মনের অবস্থা শত খারাপ হলেও কাউকে বলা হয়না –
“আমার মনটা আজ খুব খারাপ”
নিজের পক্ষে করা কঠিন কাজগুলোর দায়ভারে পিষ্ট হলেও জানানো হয়না –
“আমি আর সহ্য করতে পারছি না”
কষ্টের তীব্রতায় বুকফেটে কান্না আসলেও কাউকে বলা যায় না –
“আমার ভেতরটা না, ভেঙে-চুরে যাচ্ছে”
কারো জন্য বুকের ভেতর অনেক খানি ভালোবাসা লুকিয়ে রাখলেও –
তার সামনে আর প্রকাশ করা হয় না।
আবার, কোন কারণে প্রচণ্ড কষ্ট হলেও ঠোঁটের কোণে মেকি হাসি দিয়ে
সব কষ্টকে বুকের ভেতর চেপে দেওয়া হয়।
আমরা হয়তো অনুভুতিকে প্রকাশ করা বন্ধ করে দেই।
অথচ আমরা কিনা মনের ভেতরে প্রতিটা অনুভুতিই অনুভব করি।
আর সেসব অনুভুতিকে অপ্রকাশিত করে রাখার পেছনে থাকে –
অনেক তিক্ত কারণ।
যেসব কারণে আমরা স্পষ্টভাবে জেনে যাই যে –
“সামনে মানুষটা বোঝার ভান করলেও, আসলে সে কিছুই বোঝে না।
দিনশেষে নিজের বলে জানা,নিজের কথা বলা,
নিজেকে বোঝার মতন বিশ্বস্ত মানুষটার বড্ড অভাব।”